ভূগোল থেকে আরো প্রশ্ন

Show Important Question


101) বলতোড়া হিমবাহ __ পর্বতশ্রেণীতে অবস্থিত
A) কারাকোরাম
B) কৈলাস
C) পীরপাঞ্জাল
D) লাদাখ

102) বারাণসী কোথায় অবস্থিত?
A) নিম্ন গঙ্গা সমভূমি
B) মধ্য গঙ্গা সমভূমি
C) উচ্চ গঙ্গা সমভূমি
D) গঙ্গা শতদ্রু দোয়াব

103) ভারতে বৃষ্টিপাত বন্টনের মুখ্য বৈশিষ্ট্য হল
A) অপ্রতুলতা
B) ঋতুকেন্দ্রিকতা
C) আঞ্চলিকতা
D) প্রতুলতা

104) ভূ অভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার ক্রমবর্ধমান হারকে কি বলে ?
A) থার্মাল গ্রেডিয়েন্ট
B) জিওথার্মাল গ্রেডিয়েন্ট
C) কোরাল গ্রেডিয়েন্ট
D) ম্যান্টল গ্রেডিয়েন্ট

105) খনিজের কাঠিন্য মাত্রা নির্ণায়ক স্কেল হল-
A) মোহ কাঠিন্য স্কেল
B) কনরাড কাঠিন্য স্কেল
C) লেহম্যান কাঠিন্য স্কেল
D) মার্কালি স্কেল

106) ডানকান প্যাসেজ রয়েছে কাদের মধ্যে ?
A) মিনিকয় এবং মালদ্বীপ
B) আন্দামান এবং নিকোবর
C) কাভারাত্তি এবং মিনিকয়
D) দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামান

107) কেইবুল লামজো জাতীয়উদ্যান টি কোথায় অবস্থিত ?
A) কেরালা
B) মনিপুর
C) উত্তরাখণ্ড
D) অরুনাচল প্রদেশ

108) কোমলতম খনিজ হল –
A) ক্যালসাইট
B) ট্যাল্ক
C) অগাইট
D) বায়োটাইট

109) পৃথিবীতে আগত সৌরকিরনের কত শতাংশ কার্যকর হয় ?
A) ৩৪%
B) ৬৬%
C) ৩০%
D) ০%

110) রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে দেখা যায় –
A) ফ্যাকোলিথ
B) ডাইক
C) ল্যাকোলিথ
D) লোপোলিথ

111) ভারতে ভূ – বৈচিত্র মানচিত্র কে প্রকাশ করে?
A) ভারত সরকার
B) জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
C) সার্ভে অফ ইন্ডিয়া
D) জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

112) ডোলড্রাম নিচের কোন চাপ বলয়ে দেখা যায় ?
A) নিরক্ষীয় নিম্নচাপ শান্তবলয়
B) সুমেরু প্রাদেশীয় নিম্নচাপ বলয়
C) কর্কটীয় উচ্চচাপ বলয়
D) মকরীয় উচ্চচাপ বলয়

113) নিম্নলিখিত কোন রাজ্যটি বাংলাদেশের প্রান্ত নয় ?
A) মেঘালয়
B) ত্রিপুরা
C) মনিপুর
D) মিজোরাম

114) সাধারনত হ্যারিকেন এর ব্যাস কত ?
A) ১০০ – ৫০০ কিমি
B) ১৬০ – ৬৪০ কিমি
C) ২৬০ – ৭৪০ কিমি
D) কোনটিই নয়

115) চুন জাতীয় মৃত্তিকার ধর্ম কি ?
A) আম্লিক
B) অতি আম্লিক
C) ক্ষারীয়
D) মাঝারি

116) পৃথিবীতে সর্বপ্রথম কোন জাতীয় উদ্যান টি চিহ্নিত হয় ?
A) কাজিরাঙা , ভারত
B) ইয়েলো স্টোন, আমেরিকা
C) ইটোষা , দক্ষিন আফ্রিকা
D) করবেট , ভারত

117) মাথাপিছু মৎস ভক্ষণে কোন দেশ প্রথম ?
A) চীন
B) ভারত
C) বাংলাদেশ
D) জাপান

118) ভারতের জনসংখ্যা ভূগোলের সুত্রপাত কার হাত ধরে হয় ?
A) জি. টি. ট্রেওয়ার্থা
B) জি.কে. কৃষাণ
C) আর.বি. মন্ডল
D) ড: গুরুদেব সিং গোসাল

119) ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে--
A) গোধূলি
B) ঊষা
C) গুরুবৃত্ত
D) ছায়াবৃত্ত

120) সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে --
A) ১০ নিউটন
B) ৫ নিউটন
C) ১০ মে.টন
D) ৫ মে.টন